শুরু হয়েছে এবছরের প্রথম সুপারমুন। এবারের সুপারমুন দেখতে কিছুটা গোলাপি বর্ণের। ২৬ এপ্রিল প্রথম সুপারমুন দেখা যায় ( ফুলমুন টাইম ১১.৩১ পি.এম, ইস্টার্ন টাইম) অনেক জায়গাতে ২৭ এপ্রিলও (আজ) সুপারমুন দেখা যাচ্ছে। সুপারমুনে চাঁদ স্বাভাবিক আকারের চেয়ে প্রায় ৭% বড় এবং ১৫% বেশি উজ্জ্বল দেখায়। পরবর্তী সুপারমুন আবার দৃশ্যমান হবে ২৬ মে । সেটি আরোও বড় ও উজ্জ্বলতর হবে। বলা হচ্ছে যে, ফ্লাওয়ার ব্লুমিং সিজনে সুপারমুন দেখা যাওয়ার কারনেই এরকরম গোলাপি আভার চাঁদ দেখা যাচ্ছে। তবে সবসময় এটি গোলাপি বর্ণের থাকে না। আকাশে চাঁদের অবস্থান অনুসারে এর বর্ণের পরিবর্তন হয়। চাঁদ যখন দিগন্তে থাকবে তখন লালচে বর্ণের মনে হয়৷
পৃথিবীর অনেক অঞ্চলেই খুব কাছ থেকে বছরের প্রথম সুপারমুনটি দেখা গেছে। যেমন- যুক্তরাজ্য, সেন্ট্রাল লন্ডন, নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি ,ওয়াশিংটন ডিসি ইত্যাদি। এ জায়গাগুলোতে তাই পর্যটকরাও ভিড় করছে। সুপারমুনের সময় চাঁদের প্রায় ৯০% পেরিজি হয় এবং পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে।
এবছর আমরা আরো দুইটি সুপারমুন দেখতে পাবো। আগামী ২৬ মে ও ২৪ জুন। সুপারমুন ১ যা ইতিমধ্যে দেখা গিয়েছে তার নাম দেয়া হয়েছে পিংক সুপারমুন ৷ বাকি দুটোর নাম হলো ফ্লাওয়ার মুন ( ২৬ মে) এবং স্ট্রবেরি মুন ( ২৪ জুন)।