সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
অলকনন্দার পাড়ে,
প্রেয়সীর কাজলচোখে,
অবারিত সবুজ প্রান্তরে
পুরোনো চিঠির ভাঁজে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
মুক্ত পাখির ডানায়,
বাবার মৃদু শাসনে,
রিমঝিম বৃষ্টিতে,
শৈশবের স্মৃতিতে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
মাটির সোঁদা গন্ধে,
মায়ের ভেজা আঁচলে,
প্রভাতের ফেরিতে,
শিউলির সাদাতে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
নিশুতি রাতের মায়ায়,
ভরা পূর্ণিমার রাতে,
আলমিরার দেরাজে,
নৌকার পাটাতনে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
পুকুরঘাটের সিঁড়িতে,
নষ্ট ঘড়ির কাঁটাতে,
কবুতরের ঝাঁকে,
শুকনো বকুলে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
মোমবাতির আলোতে,
আধোআধো বুলিতে,
তেপান্তরের মাঠে,
সুন্দরী কাঠে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
কৃষাণের হাসিতে,
পৌষের পুলিতে,
ঈদের সালামিতে,
বকের সারিতে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
বড়শির ছিপে,
মানিপ্লান্টের পাতায়,
র্যাশফ্লেশিয়া ফুলে,
ইলশেগুঁড়ি বৃষ্টিতে।
সুখের খোঁজ চাও?
চেয়ে দেখ কত সুখ লেগে আছে-
আপনার হৃদয়ে,
ঠোঁটের কোণাতে,
টোল পড়া গালে,
বাঁকা দাঁতের হাসিতে।
|| সুখের খোঁজে ||
~মেহেজাবীন শারমিন প্রিয়া।