আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরে নার্ভের যে সমষ্টি থাকে তাকে বলে ট্রাক্ট।এটি দুই ধরনের-
১.উর্ধ্বগামী ট্রাক্ট
২.নিম্নগামী ট্রাক্ট
নিম্নগামী ট্রাক্ট আবার তিন ধরনের হয়ে থাকে।যেমন-
১.পিরামিডাল
২.কর্টিকোবালবার
৩.এক্সট্রা পিরামিডাল
পিরামিডালের মধ্যে আছে-
*বড় ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল
*আনক্রসড এনটেরিয়র কর্টিকোস্পাইনাল
*আনক্রসড ছোট ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল
এক্সট্রা পিরামিডাল এর মধ্যে রয়েছে-
*রুব্রোস্পাইনাল
*রেটিকুলোস্পাইনাল
*টেক্টোস্পাইনাল
*অলিভোস্পাইনাল
*ভেসটিবুলোস্পাইনাল
*ডিসেনডিং মিডিয়াল লংগিচুডিনাল ফ্যাসিকুলাস
এই সবগুলো হলো নিম্নগামী।এরা মূলত চেষ্টীয় প্রকৃতির।
©দীপা সিকদার জ্যোতি