Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    সাইরেন বা সঙ্কেত ধ্বনি আবিষ্কারের ঘটনা।

    মেহেজাবীন শারমিন প্রিয়াBy মেহেজাবীন শারমিন প্রিয়াJanuary 7, 2022Updated:January 7, 2022No Comments2 Mins Read
    Default Image

    সংকেত ধ্বনি উৎপাদক যন্ত্র আবিষ্কারের কাহিনী কী?

    সংকেত ধ্বনি উৎপাদক যন্ত্রকে ইংরেজিতে বলে ‘সাইরেন’। জনসাধারণকে সতর্ক করার যন্ত্র। এর মাধ্যমে উচ্চধ্বনি উৎপাদন করে সতর্ক করে দেওয়া হয়। এটি শব্দ বিজ্ঞানের অন্তর্গত। শব্দকে উচ্চ খাদে নিয়ে গিয়ে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়।

    যুদ্ধকালীন বিপদ সঙ্কেত দানের উদ্দেশ্যেই সাইরেন আবিস্কার অত্যাবশ্যক হয়ে পড়েছিল। সঙ্কেত ধ্বনি পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে জনগণ নিরাপদ আশ্রয়ে চলে।যায়, সে কথা মাথায় রেখেই উদ্ভাবন করা হয় এই যন্ত্রটির।

    পরবর্তী কালে কলকারখানার শ্রমিকদের সময় জ্ঞাপন এবং সতর্কীকরণের জন্য এটি ব্যবহার করা হয়।

    বর্তমানে অবশ্য যুদ্ধ বিগ্রহ তেমন নেই। তাই কল কারখানাতেই এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। এক সময় কেবল বাষ্প শক্তির সাহায্যেই এটি চালিত হত। পরবর্তীতে বিদ্যুৎ এর প্রসার ঘটায় বিদ্যুৎ শক্তির মাধ্যমেই যন্ত্রটি বেশি চালিত হয়।

    সঙ্কেত ধ্বনি বা সাইরেন আবিষ্কার করেন রবিরসন। তিনি ছিলেন একজন দার্শনিক। স্কটল্যান্ড ছিল তার জন্মভূমি। কর্মস্থলও ছিল সেই শহরেই। আঠার শতকের শেষের দিকে তিনি যন্ত্রটি আবিষ্কার করার পর দ্রুত প্রসার লাভ করতে থাকে। এর সম্পূর্ণ নাম ‘কগন্যায়ার্ড ডি, লা টুর’ এর সাইরেন। ফরাসি ইঞ্জিনিয়ার চার্লস কগন্যায়ার্ড ডি, লা টু-র নামানুসারে যন্ত্রটির এরকম নামকরণ করা হয়।

    উইন্ড চেস্ট নামে একটি ফাঁপা বেলনাকৃত বাক্স এর প্রধান অংশ। এর ওপরের দিকে একটি ঢাকনাা গায়ে বৃত্তাকারে কয়েকটি গর্ত থাকে। গর্তগুলি সমান দূরত্বে অবস্থান করে। আর বিশেষত্ব হচ্ছে গর্তগুলি কাত করা অবস্থায় থাকে। ফাঁপা বাক্সটির নিচে ধাতব পাতের সঙ্গে একটি নল লাগানো থাকে। এর মাধ্যমে পাম্পের সাহায্যে বাতাস বাক্সতে ঢোকানো সম্ভব হয়। অন্য আর একটি চাকা প্রথম চাকাটির ওপর অবস্থান করে। এর গায়েও আগেরটির সমান দূরত্বে এবং সমান সংখ্যক ছিদ্র করা থাকে। তবে নিচের পাতের গর্তগুলির সঙ্গে পার্থক্য হচ্ছে এর গায়ের গর্তগুলি বিপরীত দিকে কাত করে তৈরি। যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বিদ্যৎ শক্তি বা বাষ্প শক্তির সাহায্যে চাকাটি ঘুরানো হয়। ফলে উন্ড চেস্টের মাধ্যমে বাতাস ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। পর মুহূর্তে উপরের চাকার গর্তগুলি নীচের চাকার গর্তগুলির বরাবরে আসার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বেড়িয়ে আসে। প্রবল বেগে বাতাস বেরিয়ে আসার ফলে শব্দের উদ্ভব ঘটে। এবার চাকাটি যত দ্রুত ঘুরবে, যন্ত্রটি থেকে নির্গত শব্দ তত উচ্চ খাদে এবং কর্কশ ধ্বনি নির্গত হবে।

    যুদ্ধকালে জনসাধারণ এবং অন্য সময়ে কল কারখানার শ্রমিকরা যন্ত্রের কর্কশ ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কারখানা থেকে হাজিরা এবং ছুটি সমন্ধে সতর্ক হয়ে যায়।

    লিখেছেন: মেহেজাবীন শারমিন প্রিয়া।

    মেহেজাবীন শারমিন প্রিয়া
    • Website

    আমার নাম মাহাজাবিন শরমিন প্রিয়া। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর করেছি। ইসলাম, প্রযুক্তি এবং গণিতসহ বিভিন্ন বিষয়ে লেখালেখিতে আমার গভীর আগ্রহ রয়েছে। আমার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমি পাঠকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। মাহাজাবিনের লেখা বিষয়বস্তু তথ্যসমৃদ্ধ এবং পাঠকের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে সহায়ক হিসেবে প্রমাণিত হয়।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.