গত ১৭ ই মে মঙ্গলবার বাংলাদেশের সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে লিটল বাংলাদেশ প্রেসক্লাব এ সমাবেশটির আয়োজন করা হয় যেখানে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন।রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি র দাবি আর সাংবাদিক হেনস্তার প্রতিবাদ জানাতে স্থানীয়রা এই সমাবেশে অংশ নেন।উক্ত সাংবাদিক এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও।জাতিসংঘের মহাসচিব এর মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ বলেন,’বাংলাদেশে এক সাংবাদিক কে হেনস্তা করার ঘটনাটি সংবাদপত্রের মাধ্যমে আমাদের চোখে এসেছে।নিঃসন্দেহে এটি একটি উদ্বেগজনক কাজ।প্রতিটি সাংবাদিককে নিজেদের মতো কাজ করতে দেওয়া উচিত।’