আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হলো পালমোনারি ভেন্টিলেশন এবং এলভিওলার ভেন্টিলেশন।আজ এই দুটি বিষয় সম্পর্কে জেনে নেয়া যাক।
প্রতি মিনিটে আমরা যে পরিমাণ বাতাস পরিবেশ থেকে গ্রহণ করি বা পরিবেশে ত্যাগ করি সেই পরিমাণ বাতাসকে বলা হয় পালমোনারি ভেন্টিলেশন।
আমাদের শ্বসন হারকে টাইডাল ভলিউম দিয়ে গুণ করে যে মান পাওয়া যায় সেটিই হলো পালমোনারি ভেন্টিলেশন।এর মান সাধারণত ৬ লিটার/মিনিট।
আর প্রতি মিনিটে যে পরিমাণ বাতাস আমাদের এলভিওলাসে পৌঁছায় সেই পরিমাণ বাতাসকে বলা হয় এলভিওলার ভেন্টিলেশন।টাইডাল ভলিউম আর ডেড স্পেস ভলিউমের অন্তরকে শ্বসন হার দিয়ে গুণ করে এর মান পাওয়া যায়।সাধারণত এর মান ৪.২ লিটার/মিনিট।
পালমোনারি ভেন্টিলেশন আমাদের টিস্যুকে অক্সিজেন সরবরাহ করে আর ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেয়।
আর এলভিওলার ভেন্টিলেশন এর মাধ্যমে আমাদের এলভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব সম্পর্কে জানতে পারি।
অর্থাৎ, আমাদের শরীরে অক্সিজেন জোগান দিয়ে,কার্বন ডাই অক্সাইড বের করে,এলভিওলাসে অক্সিজেন ও কবর্বন ডাই অক্সাইড এর ঘনত্ব সম্পর্কে জানিয়ে পালমোনারি ভেন্টিলেশন ও এলভিওলার ভেন্টিলেশন আমাদের উপকার করছে।
©দীপা সিকদার জ্যোতি