নতুন ধরন ছড়িয়ে পড়তে শুরু করেছে ভারতে করোনার। আর নতুন এ ধরন অতি সংক্রামক। তবে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আর গত মার্চের শুরুতেই বিশেষজ্ঞদের নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের গঠন করা একটি ফোরাম সতর্কবার্তা উচ্চারণ করেছিল। তবে এ সতর্কবার্তায় কান দেয়নি সরকার। দেশটিকে তারই চরম মূল্য দিতে হচ্ছে ।দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে একদিনে চার লাখের বেশি শনাক্তের পাশাপাশি ।
তবে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। পাঁচ বিজ্ঞানী ভারত সরকারকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটির কাছে ওই ফোরামের । প্রয়োজনীয় ব্যবস্থা নিলে, ভারতকে আজ হয়তো এমন করুণ পরিস্থিতি দেখতে হতো না তাঁদের মতে, আগে থেকে সতর্ক হলে।
ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনেটিকস কনসোর্টিয়াম বা আইএনএসএসিওজি নামে একটি উচ্চ পর্যায়ের ফোরাম কাজ করছে ও রোনা সংক্রমণ রোধে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত ডিসেম্বরে এটি গঠন করা হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই বিজ্ঞানীরা প্রথম করোনার ভারতীয় ধরন (বি.১.৬১৭) শনাক্ত করতে সক্ষম হন বলে জানান আইএনএসএসিওজির সদস্য অজয় পারিদা। আর তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত ইনস্টিটিউট অব লাইফ সায়েন্সের পরিচালক।
মার্চের শুরুতেই সম্ভাব্য ভয়ংকর পরিণতির বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে সতর্ক করা হয়েছিল এ ফোরামের একজন বিজ্ঞানী নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন।আর তবে এসব সতর্ক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছেছিল কিনা, তা নিশ্চিত নয়।