আমি কখনও সাদা রঙ ভালোবাসিনি,
ভালোবাসিনি কোনো সাদা ফুলও।
অথচ সুগন্ধি ফুল হিসেবে
সাদা ফুলগুলোর কদর সবচে’ বেশি।
বুঝতে শেখার পর থেকেই
আমি আর সাদা জামা গায়ে লাগাইনি,
পড়েনি সাদা ওড়নাও।
অথচ ছোটবেলায় সাদা কাপড়ে
আমাকে নাকি বেশ মানাতো!
মা বলতেন।
সাদা রঙ আমার পছন্দের না, কিন্তু
তোমার ভীষণ পছন্দের ছিল।
আমাকে খুশি করতে তুমি কখনও
আর সাদা পাঞ্জাবি পড়োনি,
পড়োনি সাদা সার্ট।
ভালবাসতে না খুব, আমাকে?
অন্যরকম ভালোবাসা।
এরম খাঁটি ভালোবাসা আজকাল
আর পাওয়াই যায় না, জানো তো?
অথচ আমি পেয়েছিলাম।
আমি খুব ভাগ্য করে তোমাকে
এবং তোমার অফুরান খাদহীন
ভালোবাসা পেয়েছিলাম।
কিন্তু আমি ধরে রাখতে পারিনি,
হারিয়ে ফেলেছি তোমাকে।
তুমি আমার সবচে’ অপছন্দের
রঙ গায়ে চাপিয়ে চলে গেছ।
আমাকেও পড়িয়েছো বিধবার থান।
কেন এমন হলো প্রিয়ম?
এই ভয়েই তো আমি
সাদা রঙকে এড়িয়ে চলতাম।
সবাই জানত, এই রঙ আমার
একদমই পছন্দের না।
অথচ সাদাই আমার সবচেয়ে
প্রিয় রঙ ছিল; তা তুমি জানতে না।
জানতো না আর কেউই!
Writer: মেহেজাবীন শারমিন প্রিয়া