সিরামিক শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে শতকোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে জিয়াউদ্দিন ওরফে জামান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব সদর দপ্তর। এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বনানীর ৪ নম্বর রোডে একটি ফ্ল্যাটে জিয়াউদ্দিনের অফিস রয়েছে। তাঁর সিরামিকের ব্যবসাসহ ২০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে বলে প্রচার চালাতেন। মূলত এসব প্রতিষ্ঠানকে প্রতারণার কাজে ব্যবহার করতেন জিয়াউদ্দিন। তাঁর এই শিল্পপ্রতিষ্ঠানের একটি ফোশান গ্রুপ। তিনি এই গ্রুপের চেয়ারম্যান।জিয়াউদ্দিনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। প্রতারণার টাকায় তিনি দামি ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়তেন। তাঁর হাতে থাকত রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। দুবাইয়েও তাঁর বাড়ি রয়েছে বলে তিনি প্রচার করতেন।