Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    লেইট করে বাড়ি ফিরে স্ত্রীকে ম্যানেজ করবেন যেভাবেঃ

    মেহেজাবীন শারমিন প্রিয়াBy মেহেজাবীন শারমিন প্রিয়াApril 4, 2021Updated:April 4, 2021No Comments2 Mins Read
    FB_IMG_15936145929451716

    আপনার স্ত্রী হয়তো খাবার নিয়ে বসে আছে, আর আপনার দেরী হচ্ছে। অফিসের জরুরী মিটিং এ ফোন সাইলেন্ট রাখতে হয়েছিল। এদিকে আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে ফোন দিয়েই যাচ্ছে! ফোনে পাচ্ছে না তাই মেসেজ করছে। কিন্তু আপনার পক্ষ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। এদিকে আপনিও ফোন চেক করার মতো সময় বা সুযোগ কোনোটাই পাচ্ছেন না।

    মিটিং শেষ করে ফোনের পাওয়ার বাটন অন করে যেই না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছেন। দেখলেন যে, প্রায় ৫০+ মিসডকল আর অসংখ্য মেসেজ। বুঝতেই পারছেন বাসায় গেলে দেখতে হবে প্রেয়সীর গোমড়া মুখ। ঝাড়ি তো অবশ্যই খাবেন, তার পর আছে মহারাণীর রাগ ভাঙ্গানোর আয়োজন। ঘাম ঝরে যাচ্ছে কীভাবে তাকে ম্যানেজ করবেন সেই চিন্তায়।

    কপাল থেকে মুছে ফেলুন চিন্তার ভাঁজ। জেনে নিন কিছু কার্যকরী টিপস।

    তার আগে জেনে নিন বাসায় যাবার আগে কী করবেন:

    ১.ফুল কিনবেন।
    ফুল যে কারোরই খুব পছন্দের। আপনার স্ত্রীর পছন্দ অনুযায়ী একগুচ্ছ ফুল কিনে নিন। অথবা নিতে পারেন ফুলের মালা।

    ২.তার পছন্দের খাবার।
    মেয়েরা সাধারণ নরমাল খাবারের মধ্যে চকলেট, চিপস, আইসক্রিম, ফুসকা, চটপটি, আচার পছন্দ করে থাকে। অনেকের আবার মিষ্টি, রসমালাই, দই, সন্দেশ পছন্দ। আপনার স্ত্রী যে খাবারটি একদম খুব বেশি পছন্দ করেন, সেই খাবারটি কিনে নিন।

    ৩.বাসায় যাবার আগে কল্পনা করে নিন, কীভাবে নিজেকে উপস্থান করবেন। একটু ন্যাকামি করার প্রস্তুতি আগে থেকেই নিন।

    ৫.নিজের উপর কনফিডেন্ট রাখুন। খবরদার, আপনি যে এখন খুব ক্লান্ত, সেটা যেন সে ঘূর্ণাক্ষরেও টের না পায়। অর্থাৎ, ক্লান্তির ভাব দেখাবেন না।

    বাসায় যাবার পর:

    ১.আস্তে করে একবার কলিং বেল চাপুন। দরজায় নক করতে হলেও এমন ভাবে করুন, যাতে শব্দটি ভিতরের রুম পর্যন্ত যায় কিন্তু বিরক্তির উদ্রেক ঘটাবে না।

    ২.উনি দরজা খোলার সাথে সাথেই একটা মুচকি হাসি দিয়ে সালাম দিন।

    ৩.যদি দেখেন, উনি যদি কিছু না বলে অন্দর রুমের দিকে হাঁটা দিচ্ছে, আপনি রুমের বাইরেই দাঁড়িয়ে থেকে তার নাম ধরে ডাকুন। খুবই শ্রুতিমধুর সুরে ডাকবেন।

    ৪.তারপরও যদি সে ফিরে না তাকায়, আপনি খাবারটা লুকিয়ে ফুলগুলো হাতে নিয়ে তার সামনে যাবেন। দেরী হওয়ার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইবেন এবং ফুলগুলো দিবেন।

    ৫.এরপরও তার মান না ভাঙ্গলে কান ধরে বলবেন আপনার ভুল হয়েছে। পরেরবার এরম হলে আগেই জানিয়ে রাখবেন।

    ৬.এরপর একটু দুষ্টুমি করতে পারেন। কেমনে দুষ্টুমি করবেন এটাও বলে দিতে হবে? মাফ চাই ভাই, এটা আপনাদের নিজেদের ব্যাপার স্যাপার।

    ৭.এরপর তাকে সেই খাবারের লোভ দেখাবেন এবং ওনাকে দিয়ে দিবেন।

    আশা করি তাতেই আপনার অর্ধাঙ্গিনীর রাগ গলে পানি হয়ে যাবে। সেই পানিতে হাত মুখ ধুয়ে খেতে বসিয়েন। আমি আসি, আসসালামু আলাইকুম।

    Reporter: Mahazabin Sharmin Priya

    মেহেজাবীন শারমিন প্রিয়া
    • Website

    আমার নাম মাহাজাবিন শরমিন প্রিয়া। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর করেছি। ইসলাম, প্রযুক্তি এবং গণিতসহ বিভিন্ন বিষয়ে লেখালেখিতে আমার গভীর আগ্রহ রয়েছে। আমার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমি পাঠকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। মাহাজাবিনের লেখা বিষয়বস্তু তথ্যসমৃদ্ধ এবং পাঠকের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে সহায়ক হিসেবে প্রমাণিত হয়।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.