রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশরক্ষার ডাক দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথম দিকে এ গুঞ্জন উঠেছিল যে জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন। পরে ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এ গুঞ্জন উড়িয়ে দেন তিনি। তবে রুশ অভিযানের পর তাঁকে প্রেসিডেন্টের কার্যালয়ে দেখা যায়নি।
আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন ভিডিও বার্তায় বলেন, তিনি লুকাননি এবং তিনি কাউকেই ভয় পান না।
গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে নতুন ভিডিও বার্তায় বলেন, ‘আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি। আমি কোথাও লুকাইনি এবং কারও ভয়ে ভীত নই।’
বিবিসি বলছে, জেলেনস্কির অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় মনে হচ্ছে কিয়েভে ইউক্রেনের সেনাদের শক্তি প্রতিরোধের মুখে পড়েছেন রাশিয়ার সেনারা।