লালমনিরহাটের দহগ্রাম হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে চার ব্যক্তির দেহে ভারতীয় করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) রাতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ২৩ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজনকে লাশ পেয়েছে করোন ভাইরাস। তবে তাদের দেহে করোনার কোনও ভারতীয় রূপ রয়েছে কিনা তা জানা যায়নি।
তিনি আরও জানান, চার করোনার পজিটিভ লোকের নমুনা সংগ্রহ করে বিকেলে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এর আগে ১৭মে (সোমবার), ভারত থেকে ২৩ জন বেদে লোকের একটি দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। পাটগ্রাম যাওয়ার পথে বিজিবির সদস্যরা তাদের তিনবিঘা করিডোরের গেটে আটক করে। পরে তাদের দহগ্রাম-আঙ্গারপোতা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১৪ দিনের কোয়ারান্টিনে রাখা হয়।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমল প্রধান বলেন, দহগ্রাম হাসপাতালে ২৩ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এই চারজনকে এখানে চিকিৎসা নিতে হবে।