আমাদের হৃদপিণ্ডে যে পেশি থাকে সেই পেশির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি হলো দীর্ঘ রিফ্রাক্টরি পিরিয়ড।এই বৈশিষ্ট্য টি থাকার কিছু বিশেষ কারণ রয়েছে।সেগুলো আজ জেনে নেয়া যাক।
হৃদপিণ্ডের রিফ্রাক্টরি পিরিয়ড দীর্ঘ হওয়ায় হৃদপিণ্ডের পেশিগুলো কখনো ক্লান্ত হয়না।দিনে রাতে ২৪ ঘন্টাই তাদেরকে কাজ করতে হয়।তাই পেশিগুলোর ক্লান্ত হয়ে কাজ কমে যাওয়ার কথা।কিন্তু এই পিরিয়ড দীর্ঘ হওয়ায় এমনটা সাধারণত হয়না।
আমাদের হৃদপেশিগুলো সর্বক্ষণ কাজে নিয়োজিত থাকে।তাই এদের সঠিক কার্যক্ষমতার জন্য এদের সঠিক পুষ্টি ও অক্সিজেন এর প্রয়োজন।সেটি সম্ভব হয় দীর্ঘ রিফ্রাক্টরি পিরিয়ড এর জন্য।রিফ্রাক্টরি পিরিয়ড দীর্ঘ হওয়ার ফলে আমাদের হৃদপিণ্ডের পেশি পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ পাওয়ার জন্য যথেষ্ট সময় পায়।এতে করে তারা প্রয়োজনীয় পুষ্টি নিতে পারে,অক্সিজেন গ্রহণ করতে পারে।ফলে হৃদপেশি সুস্থ থাকে।
এছাড়াও আমাদের হৃদপেশি সহজে টিটেনাইজড হয়না এই দীর্ঘ রিফ্রাক্টরি পিরিয়ড এর কারণে।তাই বলা যায়, হৃদপেশির সুস্থতার জন্যই রিফ্রাক্টরি পিরিয়ড দীর্ঘ হওয়া প্রয়োজন।
©দীপা সিকদার জ্যোতি