রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াসিন (২১) নামে একজন নিহত হয়েছেন। আগুনে প্রায় শতাধিক দোকান-পাট পুড়ে গেছে।
শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। অনেকেই দোকান-পাট হারিয়ে বিলাপ করছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন।