আবারো যেন ভয়াবহতার দিকে ছুটছে করোনা। রংপুরে কিছুটা হলেও বাড়ছে কোভিট উনিশ।
বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট এর কারনে সর্বস্তরে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে আবারো মাঠে নেমেছেন রংপুর জেলা প্রশাসন।
রবিবার দুপুরে শহরের বৃহৎ সিটি কাঁচা বাজার থেকে শুরু হয় মোবাইল কোর্টের বিশেষ অভিযান। পরে সুপার মার্কেট, নগরীর প্রধান সড়কের দুই পাশের দোকান ছাড়াও বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মাস্ক না পরার জন্য ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা নেয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাহমুদ হাসান মৃধা।
একই সঙ্গে মাস্কের ব্যবহার নিশ্চিতে নিম্ন আয় মানুষের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরন করা হয়।