রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে মজুদ করে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে মাজফুজার রহমান নামে এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৪ ডিসেম্বর) বিকালে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , শঠিবাড়ি বাজারে একটি টিনের দোকানে অবৈধভাবে সার মজুদ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে অনুমোদনহীনভাবে সার বিক্রয় ও গুদামজাত করার অভিযোগে দোকানের মালিক মাহফুজার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান,সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।