লালনিরহাট প্রতিনিধিঃ লালনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকার জন্য দিলরুবা আক্তার টুম্পা (২৫) নামে এক গৃহবধূ তার পা কেটেছিল বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শনিবার (২৬ মার্চ) রাতে টঙ্গভাঙ্গা ইউপির পশ্চিম বেস গ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। থানায় একটি মামলা চলছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গাদ্দিমারী গ্রামের মৃত মোফাজ উদ্দিনের মেয়ে দিলরুবা আক্তার টুম্পা প্রায় পাঁচ বছর আগে হাতীবান্ধা উপজেলার টঙ্গভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজ গ্রামের মোখলেছার রহমানের ছেলে আছিউর রহমান প্রাণের (২৭) সাথে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর শ্বশুর শাশুড়ী দিলরুবাকে তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। টাকা দিতে না পারায় তাকে বেশ কয়েকবার সালিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় টুম্পাকে দুই লাখ টাকায় মারধর করেন স্বামী-শ্যালক-শাশুড়ি। একপর্যায়ে তারা টুম্পারের পা কেটে দেয়। পরে টুম্পারের পরিবারের সদস্যরা খবর পেয়ে টুম্পাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিলরুবা বলল, প্রাণ টাকার জন্য শ্বাশুড়ী ও শ্যালকের সাহায্যে আমার পা কেটেছিল। আমি ন্যায়বিচার চাই
হাতীবান্ধা থানার এসআই ইব্রাহিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ করতে বলেছি। অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।