বেশ সময় নিয়ে আত্মজীবনী লিখছিলেন সংগীত শিল্পী আসিফ আকবর। ভক্তদেরও আগ্রহ ছিল, কবে বইটি পৌঁছাবে হাতে! অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বাজারে এসেছে আসিফের ‘আকবর ফিফটি নটআউট’। আজ শনিবার ছিল বইটির প্রকাশনা উৎসব। প্রকাশনা উৎসবে কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন ‘লেখক’ আসিফ।
সত্যকে সহজ ও সাধারণভাবে গ্রহণ করার মানুষ তেমন পাওয়া যায় না। সে রকম একজন মানুষ শিল্পী আসিফ। সাহসের সঙ্গে তিনি সত্য প্রকাশে একটুও পিছপা হননি, প্রকাশনা উৎসবে এ কথা বলছিলেন ‘আকবর ফিফটি নটআউট’ বইটির অনুলেখক সোহেল অটল। ধারণা করা গেল, বইটিতে উঠে এসেছে সত্যিকারের আসিফের গল্প। যে গল্প তিনি কাউকে বলতে ভয় পান না। এটাই আসিফের সততার শক্তি—প্রকাশনা অনুষ্ঠানে সে কথাই ঘুরেফিরে আসছিল।
বেশ সময় নিয়ে আত্মজীবনী লিখছিলেন সংগীত শিল্পী আসিফ আকবর। ভক্তদেরও আগ্রহ ছিল, কবে বইটি পৌঁছাবে হাতে! অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বাজারে এসেছে আসিফের ‘আকবর ফিফটি নটআউট’। আজ শনিবার ছিল বইটির প্রকাশনা উৎসব। প্রকাশনা উৎসবে কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন ‘লেখক’ আসিফ।
সত্যকে সহজ ও সাধারণভাবে গ্রহণ করার মানুষ তেমন পাওয়া যায় না। সে রকম একজন মানুষ শিল্পী আসিফ। সাহসের সঙ্গে তিনি সত্য প্রকাশে একটুও পিছপা হননি, প্রকাশনা উৎসবে এ কথা বলছিলেন ‘আকবর ফিফটি নটআউট’ বইটির অনুলেখক সোহেল অটল। ধারণা করা গেল, বইটিতে উঠে এসেছে সত্যিকারের আসিফের গল্প। যে গল্প তিনি কাউকে বলতে ভয় পান না। এটাই আসিফের সততার শক্তি—প্রকাশনা অনুষ্ঠানে সে কথাই ঘুরেফিরে আসছিল।
প্রকাশনা অনুষ্ঠানে আসিফকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের কাছের মানুষেরা। সবাই আসিফের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। সবশেষে মঞ্চে ওঠেন আসিফ। শুরুতেই উপস্থাপকের প্রশ্ন, হাতের কড় গুনে বলুন, বইটি পড়লে কতজন মানুষ আহত হবেন, কতজন মানুষ রাগ করবেন, কতজন ক্ষুব্ধ হবেন। প্রশ্নের উত্তরে আসিফ বলেন, যাঁরা সত্য পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে। যাঁরা লুকিয়ে দেখতে পছন্দ করেন ও গোপনে কাজ করেন, তাঁদের সমস্যা হবে।
বাবার প্রসঙ্গ দিয়েই বইটি শুরু করেছেন আসিফ। আসিফ জানান, বইটিতে তুলে ধরা হয়েছে তাঁর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। তাঁর শৈশবের সংগ্রাম, সেখান থেকে একজন শিল্পী হয়ে ওঠা, এই সময়ে কাছের মানুষদের নিয়ে নানা অভিজ্ঞতাসহ যাপিত জীবনের অনেক ঘটনা বইটিতে স্থান পেয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে আসিফকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, মুহিন, গীতিকবি গোলাম মোর্শেদ, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, অভিনয়শিল্পী ও উপস্থাপক ফারহানা নিশো, ক্রিকেটার জাভেদ ওমর প্রমুখ।প্রকাশনা অনুষ্ঠানে আসিফকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, মুহিন, গীতিকবি গোলাম মোর্শেদ, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, অভিনয়শিল্পী ও উপস্থাপক ফারহানা নিশো, ক্রিকেটার জাভেদ ওমর প্রমুখ।