ফুটবলের যাদুকর,কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন ২০২০ সালের ২৫ শে নভেম্বর।মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।ঘুমের মধ্যে হৃযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হলে তিনি মারা যান বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।কিন্তু তার মেয়েরা দাবি করেন যে,তাকে হত্যা করা বিষয়ে তদন্ত করা হলে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পায় মেডিকেল বিশেষজ্ঞ প্যানেল।এছাড়া সাতজন চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া যায় যারা ম্যারাডোনার মৃত্যুর আগে বিভিন্ন সময়ে চিতকিৎসার দায়িত্বে ছিলেন।এই সাতজন চিকিৎসক এর মধ্যে ম্যারাডোনার ব্যাক্তিগত চিকিৎসক লিওপলদো লুক ও রয়েছেন।বাকি অভিযুক্তরা হলেন দুইজন নার্স রিকার্দো ওমার আলমিরন ও দাহিয়ানা জিসেলা মাদ্রিদ, নার্সিও কো-অর্ডিনেটর মারিয়ানো পেরোনি, স্বাস্থ্যবিষয়ক সেবার কো-অর্ডিনেটর ন্যান্সি ফোরলিনি, মানসিক স্বাস্থ্যবিদ কার্লোস আনহেল দিয়াস ও অগুস্তিনা কোসাচভ।তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড জেল হতে পারে।উক্ত সাতজনের শুনানি শুরু হবে আগামী ৩১ শে এপ্রিল।অভিযুক্তরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য আদালতের কাছে অভিযুক্তদের দেশ তাগের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন প্রসিকিউটররা।