গত ৮ জুন মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকা পরিদর্শন করতে যান।সেখানে কিছু বাসিন্দাদের সাথে পরিচয় পর্বের সময় দর্শন প্রত্যাশীদের মাঝ থেকে ২৮ বছর বয়সী এক ব্যাক্তি প্রেসিডেন্ট এর গালে চর মেরে বসেন।এমন ঘটনায় সরকারি কর্মকর্তার গায়ে হাত তুলে অপরাধে তাকে আটক করা হয়।অভিযুক্ত ব্যক্তিটির নাম দামিয়েন তেরেরেল। প্রেসিডেন্ট এর গালে চর মারার অপরাধে গত ১০ জুন বৃহস্পতিবার দেশটির আদালত তার উপর প্রথমে ১৮ মাসের সাজা ঘোষণা করা হলেও পরবর্তীতে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়।অর্থাৎ তাকে চারমাস কারাগারে থাকতে হবে। এ ধরনের কান্ড কেনো করলেন তিনি জানতে চাইলে তিনি বলেন,’ম্যাক্রো আমাদের দেশটিকে ধ্বংস করতে চায়। ম্যাক্রোর সফরের অনেক আগে থেকেই তাকে ডিম ছুড়ে মারা হবে ভেবে রেখেছিলাম।কিন্তু চর মারার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না।’দেশটির আইন অনুযায়ী তার বছরের কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানা হতো।