আজ শুক্রবার গুলশান-২ নম্বরে ইতালি দূতাবাস পার্কে বাংলাদেশ ও ইতালির বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘ভিনটেজ কার ও বাইক শো’ অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান।
প্রদর্শনী আয়োজনের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের প্রদর্শনী শুধু আন্তসীমান্ত বন্ধুত্বকে উৎসাহিত করে না। এতে বাঙালির আবেগের বিষয়গুলোও প্রদর্শিত হয়। এ প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস।’
‘দুর্ভাগ্যবশত, আমরা নিজেদের অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে ফেলেছি’ মন্তব্য করে মেয়র বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশই তাদের ঐতিহ্যগুলো সংরক্ষণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যৎ প্রজন্ম ওই ইতিহাস ও ঐতিহ্য থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেছে। আজকে প্রদর্শিত প্রতিটি গাড়ির পেছনে অনেক আকর্ষণীয় গল্প ও ইতিহাস আছে।