প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, তাঁদের পাঁচ বছরে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে। কোনো কোনো দলের আস্থা তাঁরা অর্জন করতে পারেননি। তাঁদের পাঁচ বছরের নির্বাচনী ব্যবস্থা নিয়ে মোটেও বিব্রত নন।আজ সোমবার নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। আজ নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের শেষ দিন।চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপি নির্বাচন চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অস্ত্র হাতে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতার হোসেনের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীদের দিকে গুলি ছোড়ে। গতকাল সকাল ১০টায় খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের কৃষিজমিতে
এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আরেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।সিইসি বলেন, মাহবুব তালুকদার ইসি সচিবকে বলেছেন, তিনি এই সংবাদ সম্মেলনে থাকবেন না। সিইসির সংবাদ সম্মেলনের পরে নিজের দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন মাহবুব তালুকদার।