আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো ফুসফুস।আমাদের শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে এটি বড় একটি ভূমিকা পালন করে।তবে এর বাইরেও আমাদের ফুসফুস অনেক কাজ করে থাকে।
ফুসফুসের কাজ কী হলো গ্যাসের বিনিময় করা।আমাদের টিস্যুতে অক্সিজেন দেয়া এবং টিস্যু থেকে কার্বনডাইঅক্সাইড বের করা ফুসফুসের প্রধান দায়িত্ব।
ফুসফুস সারফেকটেন্ট সংশ্লেষ করে থাকে।আমাদের রক্ত সঞ্চালনে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে ফুসফুস।যেমন- Prostaglandin,Histamine,kallikrein.
এছাড়াও আমাদের কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত থেকে ফুসফুস বের করে- Prostaglandin,Histamine,kallikrein. Bradykinin.
আমাদের দেহে অম্ল-ক্ষারের সমতা রক্ষা করে ফুসফুস।শরীরের তাপমাত্রা রক্ষায় ভূমিকা রাখে।পানিসাম্যতায়ও সহায়তা করে।
ফুসফুসের গবলেট এবং মিউকাস কোষ থেকে ক্ষরিত হয় মিউকাস।এই মিউকাসে থাকে ইমিউনোগ্লোবিউলিন A যা কিনা আমাদেরকে ইমিউনিটি প্রদান করে।এছাড়াও ফুসফুস আমাদের দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতেও সাহায্য করে।
আমাদের শরীরে দুইটি ফুসফুস থাকে।এই ফুসফুস দুটি বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের শরীররকে ফিট রাখে।তাই ফুসফুসকে ফিট রাখতে আমাদেরকেও সচেতন হতে হবে।এমন কোনো পদার্থ গ্রহণ করা যাবেনা যা ফুসফুসের জন্য ক্ষতিকর।কারণ আপনার ফুসফুস সুস্থ তো আপনি সুস্থ।
©দীপা সিকদার জ্যোতি