সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী প্রজন্মকে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে। মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে ।
আজ বিকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সরকারি জি এস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১-এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা এদেশে মাদকের ভয়ংকর ছোবল এনে দিয়ে গেছে। তারা নতুন প্রজন্মকে বিপথগামী করতে এখনও সচেষ্ট আছে। দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী তরুণদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনায় মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে হবে। তাহলে তোমরা আগামী দিনের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।
পরে মন্ত্রীর পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাসস