দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী দপ্তরের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন শেখ হাসিনা।
মহিউদ্দিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
‘ইমেরিটাস পাবলিশার’ পদবিপ্রাপ্ত এ প্রকাশক সোমবার দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর।
গত দুই দশক ধরে পারকিনসন রোগের সঙ্গে লড়ছিলেন বাংলা প্রকাশনা জগতের অবিস্মরণীয় ব্যক্তিত্ব মহিউদ্দিন আহমেদ। কিছুদিন আগে তিনি কভিডে আক্রান্ত হন ও সেরে উঠেন।
মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৯৮১ সাল থেকে মোট ১৬ বার ইউপিএল ‘ন্যাশনাল বুক সেন্টার’ পুরস্কার লাভ করে। ১৯৯১ সালে তিনি স্বর্ণপদকে ভূষিত হন। পরিবেশের উন্নয়নে অবদান রাখার জন্য নরওয়ের প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৭ জন প্রকাশককে স্বীকৃতি প্রদানের জন্য আমন্ত্রণ জানান। মহিউদ্দিন ছিলেন তাদের মধ্যে একজন।
২০১৪ সালে ‘বাংলাদেশ অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ কর্তৃক প্রদত্ত ‘ইমেরিটাস পাবলিশার’ পদবি লাভ করেন তিনি।