আমাদের মস্তিষ্কের কার্যকরী একক হচ্ছে নিউরন।এই নিউরন বিভিন্ন ধরনের হতে পারে।আজ আমরা নিউরনের ধরন নিয়ে জানব।
পোলারিটির দিক দিয়ে বিবেচনা করতে গেলে নিউরন চার ধরনের হতে পারে-
১.ইউনিপোলার
২.বাইপোলার
৩.মাল্টিপোলার
৪.এক্সনিক কোষ
ইউনিপোলারের ক্ষেত্রে দুইটি শাখা থাকে-
*কেন্দ্রে
*প্রান্তে
এরূপ নিউরন হলো ডর্সাল রুট গ্যাংলিয়া
বাইপোলারে দুই ধরনের বিবর্ধিত অংশ থাকতে পারে-
*এক্সন
*ডেনড্রাইট
এর উদাহরণ হলো-
-নাকের মিউকোসার অলফ্যাক্টরি কোষ
-রেটিনার বাইপোলার কোষ
-ককলিয়ার গ্যাংলিয়ার ভেস্টিবুলার
মাল্টিপোলার কোষে একটি এক্সন ও বাকি সব ডেনড্রাইট থাকে।আমাদের স্নায়ুতন্ত্রের বেশিরভাগ কোষই মাল্টিপোলার কোষ।এর উদাহরণ হলো সেরেবেলার কর্টেক্সের গ্রানুলার কোষ।
আমাদের চোখের রেটিনার অস্বাভাবিক কোষে থাকে এক্সনিক কোষ।
©দীপা সিকদার জ্যোতি