আমার কোনো মন খারাপ নেই,
আমি ঐ গগনহৃদে প্রবাহমান
হালকা মেঘের মতোই।
রৌদ্রজ্জ্বল দিনেও যেমন
ঝড়ের পূর্বমুহূর্তেও ঠিক তেমনই;
আমার কোনো ভাবান্তর নেই।
আমার কোনো মন খারাপ নেই,
রোদের হাসিতে শুভ্র মেঘ আর
বর্ষার আবির্ভাবে ধূসর মেঘ যেমন
আকাশের আঙ্গিনা সাজায়,
আমার হৃদ গহীনেও তেমন
সুখের সাদা বর্ণ আর
বেদনার ধূসর বর্ণ
সুশোভিত অন্তরে আনে
নানান বৈচিত্র্যের ভাব।
আমার কোনো মন খারাপ নেই,
একাকিত্বের জীবনে নিজেকে
বেশ মানিয়ে নিয়েছি।
মনের প্রবেশদ্বারের শিকলটি
আমার মনকে প্রবোধ দেয়।
কারো আগমন কিংবা প্রস্থানের
পদধূলো নিয়ে আমি আর
ছেলেমানুষি করি না;
বুঝতে শিখেছি, যে যাবার
তাকে বেঁধেও আটকানো যাবে না,
আর যে থাকার, তাকে অর্ধচন্দ্র করেও
বিতাড়িত করা যাবে না।
তাইতো আমার কোনো মন খারাপ নেই।
Writer: Mahazabin Sharmin Priya