ভালোবাসার জায়গাটা এমনই হুট করেই হয়ে যায়
কাউকে পাত্তা না দিতে দিতে, কত শত মানুষকে দেখেও না দেখে, অনেক অনেক বার উপেক্ষা করতে করতে হঠা এক জায়গায় এসে আমরা থমকে চাই।
কখনো চোখটা আটকে যায়,কখনো বা আবার মনটা। ভালো লেগে যায় আত্মাটাকে।অনেকবার চেষ্টা করি লুকিয়ে রাখতে অনুভুতিটা,পাত্তা না দেয়াটা চালিয়ে যেতে।কিন্তু পারা আর হয়ে উঠেনা।
ভালোবাসার জায়গাটা এমনই। হুট করেই হয়ে যায়।
হ্যাঁ আপনার মনের সাথে চাওয়ার সাথে মিলে যাবে অনেকটা।আর বাকিটা আপনার মানিয়ে নেয়া।
এই কোন একজনের কাছে আমরা ভীষণ আবেগপ্রবণ। সস্তা সস্তা হাজারটা আবদার আমাদের থেকে যায় এই একজনকে ঘিরেই।
দুনিয়ার কাছে এই যে আমিটা ছিলাম প্রচন্ড জেদী, রাগী, অবুঝ সেই আমিটাই একদিন আত্মসমর্পন করি এই একজনের কাছে।
ভালোবাসি বলেই প্রতিটা মুহুর্তে হারানোর ভয়ে তাকে আরেকটু বেশি আগলে রাখি।
বিশ্বাসের জায়গাটা মজবুত রাখতেই নিরলস ছুটে চলা পাশাপাশি।
আমরা সবাই ই চাই ধরে রাখতে।একসাথে দেখা স্বপ্নগুলোকে বাস্তবের রুপ দেখাতে।। আমরা চাইনা স্বপ্নগুলোকে বাস্তবতার বেড়াজালে আটকে দিতে।
কিন্তু সময়টা যে সবসময় হাতে থাকেনা আমাদের।পারিনা আমরা ধরে রাখতে সবটা ক্ষেত্রে।
একদিন হুট করেই থেমে যায় অনেকের অনেক স্বপ্ন।
নিজেদের ব্যাখ্যা গুলোর চাইতে অন্যকিছুই তখন বড় হয়ে দাঁড়ায়।কারণ কখনো কখনো থেমে যাওয়াটাও জরুরী।
থেমে যাওয়াটাই বাচিয়ে রাখে কিছু অনুভুতি,কিছু আবেগ,কিছু স্মৃতি কিছু ভালোবাসা আর আমাদের।
reporter: নওমিন।