নতুন স্বপ্ন দেখে, নতুন আশা নিয়ে,নতুন করে শুরু করবো বলে রাজি হয়ে গেছিলাম । ভালো থাকার একটা প্রেরণা পেয়েছিলাম বলেই এতটা সাহস করেছিলাম।
সাহসটা যে করতেই হতো। পারছিলাম না নিজের পুরাতন জগতটায় আর মানিয়ে নিয়ে থাকতে।দম বন্ধ হয়ে আসতো মাঝে মাঝে। কখনো কখনো সহ্য করতে করতেই হাপিয়ে উঠতাম।
আবার ভয় পেতাম।পেছনের ফেলে আসা সবকিছু ভেবে ভেবে। নতুন করে ভালো থাকার কথা ভাবতেও মনটা যেন দ্বিধায় পড়ে যেত।
পরক্ষণেই মন যেন বড্ড বেপরোয়া। ভালো থাকার অই যে স্বপ্নটা দেখছিলো আবার নিয়ে বসে সেটা।
ভালো থাকার কথা ভেবে ভেবেও যদি একটু স্বস্তির থাকা যায়।তাতে মন্দ কি।
কিন্তু এটা তো বিয়ে। আমি যেমন করে ভাবছি,আমাকে দিয়ে যেভাবে ভাবানো হচ্ছে।যদি এমনটা না হয়। যদি আমি পরিস্থিতির আয়ত্তে থাকতে না পারি। যদি ঝড় আসে। আবার সবকিছু এলোমেলো হয়ে যায়।আর গুছাতে গুছাতেই বাকিটা সময় কেটে যায়।
আমি পারবো তো শক্ত থাকতে।
আমার এই নরম মনটা পারবে তো কঠিন কঠিন কথার ফুলঝুরি গুলো ডালায় সাজিয়ে রাখতে।
যাই হোক। সহজ কোনকিছুই না। জীবন থেমে থাকেনা। যাই আসুক ভালো বা খারাপ জীবনকে এগিয়ে নিয়ে যেতেই আসে। ভরসাটা নিজের উপরই রাখতে শিখতে হবে।নিজের হাতটা নিজে শক্ত করে ধরতে না পারলে অন্য কেউও পারবেনা।
নিজে শক্ত থাকতে পারলে অন্য সব কিছু নরম হতে বাধ্য।
Reporter: নওমিন