মালয়েশিয়ার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস বিনা বেতনে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াশিন।৩১ মে বুধবার রাতে আর্থিক সহায়তা প্রতিষ্ঠান পেমারকাসা প্লাস এ সহায়তা করতে গিয়ে এক ভাষণে এ কথা জানান তিনি।তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,’এই করণাকালিন সময়ে ডাক্তার নার্স রাই সম্মুখ সারির মহযোদ্ধা।তারা নিজেদের জীবনের তোয়াক্কা না করেই এত এত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন দিন দিন।করোনা রোগীদের সাথে সর্বক্ষণ থাকার কারণে তাদের শরীরে বিভিন্ন জীবাণু লেগে থাকে।পরিবারের অন্যান্য সদস্যদের যাতে সংক্রমণ না ঘটে তার জন্যে নিজেদের পরিবার স্বজন থেকে দূরে থাকছেন।তাদের প্রতি জানাই শ্রদ্ধা।’
তিনি আরো বলেন,এই তিনমাস চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়েই আমরা বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।আমাদের এই তিনমাস এর বেতন এর সমপরিমাণ অর্থ কর্মহীন মানুষদের সহায়তায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ত্রান ট্রাস্ট তহবিলে পাঠানো হবে।