বাস্তবতার অংক কষতে বসে
আমার স্বল্প দীর্ঘায়ুর এক যুগ
আট মাস পেরিয়ে গেল। তবুও
জটিল সমীকরণটির সমাধানে
ইতি টানা হলো না।
কণ্টকাকীর্ণ পথে খালি পায়ে
হাঁটতে গেলে যেমন
খানিক পরপরই রক্ত নামক
লাল আলতা নান্দনিক নকশায়
রঞ্জিত করে চরণ দু’টিকে,
ঠিক তেমনিই কলমের নিবের
আঁচড় কেটে কলঙ্কিত হয়েছে আমার
কতশত সরল সমীকরণ; শুধুমাত্র
কিছু যোগ-বিয়োগের রদবদলে।
পরাবাস্তবতার এসব ভূল যোগ আর
বিয়োগের নিমিত্তেই আজ
বাস্তবতার ক্যালকুলেশন এত জটিল;
আর জীবন হয়ে উঠেছে বিতর্কিত।
সঠিক অংক জটিল হলেও
এর সমাধান থাকবেই।
কিন্তু আমি বিভ্রান্তের মতো
সমাধানের পিছু ছুঁটেও
তার দর্শনলাভ করতে পারিনি।
আমি সেই সমাধান কবে খুঁজে পাব?
নাকি আমি ভুল অংকের সমীকরণ
মেলানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি!
দ্বিধান্বিত এই প্রশ্নের জবাব আমি
আজও খুঁজে ফিরি,
আশার প্রদীপ জ্বেলে।
Writer: Mahazabin Sharmin Priya