খালি হাতে প্যাভিলিয়নে দুই অস্ট্রেলিয়ান ব্যাটার। দলের স্কোর তখন শূন্য। এরপর ৫৭ রানে ৫ উইকেটের পতন। সেই অবস্থা থেকে ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি।
কিন্তু এরপরও ৪১.৫ ওভারে ২১০ রানে অলআউট সফরকারীরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই রান তাড়া করে ম্যাচ ও সিরিজ জিতেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের অপরাজিত শতরান (১০৫) ও ইমামুল হকের হার না মানা ৮৯ রানের ওপর ভর করে ৯ উইকেটে গতকাল লাহোরের এই ম্যাচ জিতেছে স্বাগতিকরা (২১৪/১)।
ফলে ২-১ সিরিজ জেতা হলো তাদের। এর আগে হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিমের ৩ উইকেট এবং শাহীন শাহ আফ্রিদির ২ উইকেটে অজিদের ব্যাটিং বিপর্যয়। সর্বোচ্চ ৫৬ রান করেন ক্যারি। ম্যাচ সেরা বাবর আজম।