আজ ৯ এপ্রিল শুক্রবার বাংলাদেশের বৃহত্তম সমূদ্র সৈকত কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে আজ দুপুর সাড়ে বারোটার দিকে একটি মৃত তিমি’র সন্ধান পাওয়া গিয়েছে।এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে চাইলে এ বিষয়ে তারা কিছুই বলতে পারেননি।তবে মাছটির দেহ থেকে খুব দুর্গন্ধ আসার কারণে ধারণা করা হয় যে, তিমিটি অনেক আগেই মরে গিয়েছে এবং পানিতে ভেসে এসেছে সমুদ্রপাড়ে।স্থানীয়রা জানান, তিমিটি প্রস্থে ছিল ২৬ ফিট এবং লম্বায় ৪৪ ফিট।দেহের বিভিন্ন অংশে পচন ধরেছিল এবং মাংস পঁচে গিয়ে তা খসে পরছিল।
খবরটি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এর কানে পৌঁছালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রাণী সম্পদ কর্মকর্তারা তিমিটির মৃত্যুর কারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে এর পর ওনাদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।