Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    বাংলাদেশি তরুণ গবেষক সজীব নাসার সম্মানজনক ফেলোশিপ পেলেন

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 29, 2021No Comments2 Mins Read
    Default Image

    নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ গবেষক আনোয়ার জামান সজীব যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসার সম্মানজনক একটি ফেলোশিপ প্রোগ্রামের জন্য ।আর নাসা প্রতিবছর সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীদের নাসা হাবল ফেলোশিপ প্রোগ্রাম (এনএইচএফপি) নামের এ ফেলোশিপ দেয়। নির্বাচিত এবারের ২৪ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হলেন আনোয়ার জামান সজীব তিন বছর মেয়াদি এ ফেলোশিপের জন্য।

    বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল স্কলার হিসেবে নিয়োজিত বাংলাদেশের সুনামগঞ্জের সন্তান আনোয়ার জামান সজীব । আর এ পর্যন্ত তাঁর ২১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তবে গত ৩১ মার্চ নাসার ওয়েবসাইটে ফেলোশিপপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।

    এ ফেলোশিপ প্রোগ্রামে নির্বাচিত ব্যক্তিদের গবেষণার বিষয়ের ওপর ভিত্তি করে তিনটি উপশ্রেণিতে ভাগ করা হয় নাসার ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে । হাবল ফেলো ও সাগান ফেলো এগুলো হলো আইনস্টাইন ফেলো।তবে আনোয়ার সজীব আইনস্টাইন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।এ ফেলোশিপের জন্য যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে স্বতন্ত্র গবেষণা চালিয়ে যাবেন ।

    তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে নাসার ওয়েবসাইটে আনোয়ার সজীব সম্পর্কে বলা হয়েছে। তবে তিনি জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শিক্ষাবৃত্তি নিয়ে¯স্নাতকে পড়াশোনার জন্য পাড়ি জমান জাপানে। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখানে ২০১৪ সালে। তারপরে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যান। ২০২০ সালে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, সেখানে তিনি অধ্যাপক টমাসো ট্রুর সঙ্গে কাজ করেন।

    আনোয়ার জামান সজীবের বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেড়িগাঁও গ্রামে পারিবারিক সূত্রে জানা গেছে। তার বাবা মোহাম্মদ আবু নাসের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা, মা আনোয়ারা বেগম গৃহিণী।তবে দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। আর আনোয়ার সজীব বড় হয়েছেন সিলেটে। তিনি সিলেটের ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক এবং ক্যাডেট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। তার পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকার করে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন। তারপরে তিনি জাপান সরকারের মনবুস স্কলারশিপ পেয়ে জাপানে যান। পদার্থবিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। আর সেই আগ্রহ থেকে জামানের টোকিও ইউনিভার্সিটিতে ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।

    এ সাফল্যে খুশি মোহাম্মদ আবু নাসের ছেলের । এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশে তিনি বলেন । বিশ্বে বাংলাদেশের সুনাম-সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করি একজন বিজ্ঞানী হিসেবে আনোয়ারের গবেষণা ।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.