বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, বিএসএমএমইউর একটি ভবনের দ্বিতীয় তলার ২২৪ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। এতে রোগী, তাঁদের স্বজন ও চিকিৎসকেরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অক্সিজেন সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনে কেউ হতাহত হয়নি।