Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    ফেসবুক পেজ খুলে দুই মাসে হাতিয়ে নিলেন ১৫ লাখ টাকা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMay 24, 2022No Comments2 Mins Read
    ফেসবুক পেজ খুলে দুই মাসে হাতিয়ে নিলেন ১৫ লাখ টাকা

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পাইকারি বাজার’ নামে একটি পেজ খুলে সেখানে ৫ লিটার সয়াবিন তেল ৭০০ টাকায় সরবরাহ করার অফার দেওয়া হয়। সেই সঙ্গে ছিল বাজারমূল্য থেকে কম দামে ডাল, চিনি, ময়দা ও গুঁড়া দুধ বিক্রির অফার। আর এভাবে মাত্র দুই মাসে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার আরশি নগরের বাসিন্দা মো. রবিন বিশ্বাস (২৫)।

    গত রোববার রাতে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন প্রতারণার কথা স্বীকার করেছেন মো. রবিন বিশ্বাস। তিনি বর্তমানে কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা সিলেট কোতোয়ালি থানার নয়া সড়ক গ্রামে। গ্রেপ্তার রবিনকে গতকাল সোমবার র‌্যাব লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে ই-কমার্সের মাধ্যমে প্রতারণা করে ভোক্তাদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

     

    র‌্যাব-১১-এর নোয়াখালী কার্যালয়ের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন  বলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের বাসিন্দা আবু বকর ছিদ্দিক ওরফে আরাফাত (২১) নামের এক ব্যক্তি ১৮ মে র‌্যাব কার্যালয়ে এসে অভিযোগ করেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পাইকারি বাজার’ নামে একটি পেজে ৫ লিটার সয়াবিন তেলের বাজার মূল্য ৯৫০ টাকার স্থলে ৭০০ টাকায় বিক্রির একটি বিজ্ঞাপন দেখেন। এরপর বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোন নম্বরে তিনি যোগাযোগ করেন।

    আবু বকর ছিদ্দিকের অভিযোগ, মুঠোফোনে তিনি পাইকারি বাজারের পরিচালকের সঙ্গে কথা বলে সয়াবিন তেল, মসুর, ডাল, চিনি, ময়দা ও গুঁড়া দুধের অর্ডার বাবদ অগ্রিম ৪ লাখ ৫৬ হাজার টাকা দুইটি নগদ হিসাব নম্বরে প্রেরণ করেন। এরপর এক সপ্তাহ পার হলেও ফেসবুকে বিজ্ঞাপনদাতা দ্রব্য সরবরাহ না করে টালবাহানা করতে থাকেন। মুঠোফোনে কথাবার্তার একপর্যায়ে বিজ্ঞাপনদাতা তাঁকে দ্রব্য বা টাকা কোনোটাই দেবেন না বলে জানান।

    র‌্যাবের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, প্রতারণার শিকার আবু বকর ছিদ্দিকের অভিযোগ পাওয়ার পর তাঁরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে উল্লেখিত ‘পাইকারি বাজার’ ই-কমার্স প্রতারক রবিন বিশ্বাসকে শনাক্ত করেন। এরপর গত রোববার রাত সোয়া ১০টা দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকার সাক্তা ইউনিয়নের আরশিনগর বাজারের একটি দোকান থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের সময় রবিনের হেফাজত থেকে ই-কমার্স প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন, মুঠোফোনে ব্যবহৃত সিম এবং প্রতারণার মাধ্যমে নেওয়া ৪ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন বিশ্বাস জানান, তিনি গত ৮ মার্চ পাইকারি বাজার নামে ওই ফেসবুক পেজ খোলেন। এরপর সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্য বাজারমূল্য থেকে কম দামে বিক্রির অফার দিয়ে আবু বকর ছিদ্দিকসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.