ফাইজারের টিকা দেশে আসা নিয়ে নানা বিভ্রান্তি চলছিল কিছুদিন ধরেই।বিভ্রান্তি ছড়ানোর কারণ হলো,টিকা আসার ডেট বারবার পিছানো হচ্ছিল।অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,৩০ মে না, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা আসছে ৩১ মে সোমবার রাতে ঢাকায়।৩০ মে রোববার রাতে ফাইজারের টিকা দেশে আসবে এমন একটি তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল।
এই তথ্য অনুযায়ী টিকা গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।কিন্তু রোববার সকাল হতেই টিকা আসবে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়।
আবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন,আজ রাতেই টিকা আসবে সেই লক্ষেই আমরা কাজ করছি।