নিজস্ব প্রতিবেদকঃ রবিবার ফরিদপুর জেলার মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও শিশুসহ আটজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে ইউএনবি জানিয়েছে।
মধুখালী উপজেলায় রবিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাঝখান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক মাইক্রোবাসে ধাক্কায় এক মহিলা ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কানাইপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মুহাম্মাদ রাসেল জানান, সকাল সাড়ে ৮ টার দিকে মাগুরা থেকে ট্রাকটি ঢাকাগামী মাইক্রোবাসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও ১৪ জন আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।
এ ছাড়া, রবিবার ভোরে ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোডে একটি প্রাইভেটকার মোটরবাইকটিকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।