জানো প্রিয়ম?
যখন প্রচণ্ড অভিমান ঘিরে ধরে। মনের আকাশে জমে এক টুকরো মেঘ। চোখে নামে অঝোর ধারা। তখন আমি চাইলেও পারি না নিজেকে সংযত করতে। এরই ফলশ্রুতিতে তোমাকে পেতে হয় কষ্ট। কালবৈশাখী তাণ্ডব মনের আকাশ উথাল-পাতাল করে তোমার দিকে তাক করে তিক্ত কথার বাণ।
আমি বুঝেও আসে না, আমি তোমাকে কতটা ক্ষত বিক্ষত করছি।
কিছু সময় পর ফের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এই ঠিক হওয়ার ক্রেডিটটা অবশ্য তোমারই। মান অভিমানের পালা শেষে আমাদের কথাও থেমে যায়। এরপর একলা আমি নিজেকে নিয়ে হিসেব কষতে বসি।
আমার ভাবনার ঘুড়ি নাটাই ছেড়ে বহুদূর অনেকদূর চলে যায়।
আমি দেখি আমার ভিতরের কালো জঘন্য একটা ছায়া। যে ছায়াটি তোমার সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়াতে চায়, হারিয়ে দিতে চায় তোমাকে।
আমি অনুতপ্ত হই!! বিশ্বাস করো প্রিয়ম, আমর প্রচণ্ড অনুশোচনা বোধ কাজ করে। আমি নিজেও কষ্ট পাই, বুকচেরা কষ্ট।
কখনো অসহনীয় মর্মপীড়ায় বুক ভার হয়ে আসে, হৃৎস্পন্দন বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। কখনো লুটিয়ে পড়ি রব্বে কারীমের কাছে। মনের মালিককে সুধাই, কেন এমন করি প্রভু? আমার এই অভিশপ্ত জীবনের শেষ পরোয়ানা আর কবে জারি হবে?
আবার কখনো আকুল হয়ে কাঁদি। তুমি এসব কখনোই জানা হবে না, প্রিয়ম।
ক্ষমার ভিখারিনী হয়ে আমি আবারও ফিরে আসি প্রিয়ম, তোমার কাছে। শুধুই তোমার কাছে। আমি বারবার আসতে চাই তোমার সান্নিধ্যে। তুমি আমাকে আগলে রেখো প্লিজ। ভুল বোঝো না, কষ্টের আঁচড় কাটতে দিও না তোমার হৃদপিণ্ডে।
ইতি
তোমারই প্রিয়া