আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি হলো পিটুইটারি।এই গ্রন্থিটি আমাদের শরীরের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে একে প্রভুগ্রন্থিও বলা হয়ে থাকে।দৈর্ঘ্যে,ওজনে সবচেয়ে ছোট এই গ্রন্থিটির ভূমিকা সবচেয়ে বেশি।এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন হিসেবে পরিচিত।
পিটুইটারি গ্রন্থির দুইটি অংশ রয়েছে।
১.অগ্র পিটুইটারি
২.পশ্চাৎ পিটুইটারি
অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন হলো-
*গ্রোথ হরমোন
*এড্রেনোকর্টিকট্রপিক হরমোন
*থাইরয়েড উদ্দীপক হরমোন
*ল্যুটিনাইজিং হরমোন
*ফলিকল উদ্দীপক হরমোন
*প্রোল্যাক্টিন
পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলো হলো-
*এন্টি ডাই ইউরেটিক হরমোন বা, ভ্যাসোপ্রেসিন
*অক্সিটোসিন
-গ্রোথ হরমোন আমাদের দেহ বৃদ্ধিতে কাজ করে।
-এড্রেনোকর্টিকট্রপিক হরমোন এড্রেনোকর্টিকাল হরমোন নিঃসরণে সাহায্য করে।
-থাইরয়েড হরমোন নিঃসরণে কাজ করে থাইরয়েড উদ্দীপক হরমোন।
-ল্যুটিনাইজিং হরমোন ওভুলেশন,কর্পাস লুটিয়াম তৈরী সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
-ফলিকলের বৃদ্ধিতে কাজ করে ফলিকল উদ্দীপক হরমোন।
-দুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাক্টিন।
-আমাদের মূত্রের ঘনত্ব নির্ধারণে এন্টি ডাই ইউরেটিক হরমোন কাজ করে।
-মাতৃদেহ থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে অক্সিটোসিন।
©দীপা সিকদার জ্যোতি