দিনাজপুরের পার্বতীপুরে মমিনপুর কাউহাতোলা আদিবাসী শ্রী শ্রী পাবলিক সেন্ট্রাল দুর্গা মন্দিরটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। বুধবার দুপুরে উপজেলার মমিনপুর ইউনিয়নের ইয়াসাইহাটস্থ ছোট যমুনা নদীর দক্ষিণ তীরে কাউহাতোলা আদিবাসী পল্লীতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরণ।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন কমিটির চেয়ারম্যান বিমল মুরমু, ইউপি সদস্য তফিকুল ইসলাম শাহ ও স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরণ জানান, মন্দিরটি নির্মাণের পুরো ব্যয় হিন্দু কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় পূরণ করা হচ্ছে।