পাপীদের কান্নাধ্বনি
‘পাপের কারণে তোমার ভাইকে দোষারোপ করলে তা তোমার দিকে ফিরে আসবে’ এ কথার অর্থ হলো, অপরাধ কর্মটি তোমার দ্বারাও হতে পারত। (ভবিষ্যতে তো আশঙ্কা আছেই, যদি না আল্লাহ্ হেফাজত করেন।)
অথবা এর মর্ম হলো, পাপের কারণে ভাইকে যে দোষারোপ করছ, অনেক সময় তোমার দোষারোপ তার কৃত অপরাধ থেকেও জঘণ্য হয়ে যায়। দোষারোপ দ্বারা তুমি স্বীয় আমলের বড়ত্ব, নিজের পবিত্রতা এবং গুনাহ থেকে নিজের দূরত্বের দাবী প্রকাশ পায়।
গুনাহর কথা বলে তুমি ভাইকে ভেঙ্গে দিচ্ছ। এ সময় তার মধ্যে অনুনয় বিনয় এবং নিজের প্রতি অবজ্ঞা তৈরি হয়। কৃত্রিম যোগ্যতার দাবী, বড়ত্ব এবং আত্মপ্রীতির সমূহ রোগ থেকে সে সুস্থতা পেতে থাকে। তুমি ইবাদত করে অহংকার করছ, প্রদর্শন করছ, সৃষ্টির সামনে নিজের কৃতিত্ব প্রকাশে ব্যস্ত আছ। সুতরাং তোমার এ দাম্ভিক দুরবস্থা থেকে তার ভগ্ন হৃদয় অবস্থা অনেক উত্তম।
এই পাপী লোকটি আল্লাহর রহমতের কত কাছে! আর এই অহংকারি আল্লাহর ক্রোধের কত নিকটে! সে তোমার চেয়ে উত্তম। পাপ করে সে মিনতি প্রকাশ করেছে আর তুমি ইবাদত করে অহংকার প্রকাশ করেছ।
রাতে সজাগ থেকে সালাত আদায় করে অহংকার প্রদর্শন করার চাইতে রাতে ঘুমিয়ে কাটিয়ে অনুতপ্ত মনে প্রভাত যাপন অনেক উত্তম।
আত্মতৃপ্ত লোকের আমল উপরে উঠতে পারে না। চোখের পানি ভাসিয়ে অহংকার করা থেকে মুখের হাসি দিয়ে অপরাধ স্বীকার করা উত্তম।
পাপীদের কান্নাধ্বনি আত্মতৃপ্ত তাসবীহ পাঠকারির চেয়ে উত্তম। হয়ত আল্লাহ তাকে এমন ঔষধ দিয়েছেন, এর দ্বারা তার এই রোগের চিকিৎসা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তা অনুভব করতে পারছ না। পুণ্যবান ও পাপীর পাপ-পুণ্যের আড়ালে বহু রহস্য লুকিয়ে আছে। একমাত্র আল্লাহ তাআলা জানেন।
এসব রহস্যে চোখ তুলে তাকাতে পারেন কেবল চক্ষুস্মানরা। মানবীয় যোগ্যতা ও জ্ঞানের দ্বারা তারা কিছুটা বুঝতে পারেন। তবে রহস্যের গভিরতা এত বেশী যে, লেখক ফিরিশতারাও বুঝতে পারেন না।
– ইমান ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ
[মাদারিজুস সালিকিন]