করোনা মহামারীতে আর কতদিন সব বন্ধ থাকবে। মানুষের জীবন থেকে এক বছর চলে গেছে, আরেক বছরও অর্ধেক চলে যাচ্ছে কিন্তু করোনা ভাইরাস মহামারীর চিত্র বদলায়নি। কবে বদলাবে তা কেউ জানে না। এরমধ্যেই নতুন স্বাভাবিকে সবাইকে মানিয়ে নিতে হবে।
পাকিস্তানে তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে তাদের বোর্ড পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনাভাইরাসের মধ্যে দশমের ফাইনাল ও দ্বাদশ ফাইনাল পরীক্ষা হবে।
২৩ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। এ সময়ে বিভিন্ন প্রদেশ চাইলে করোনা পরিস্থিতির মধ্যেও কঠোরভাবে বিধিনিষেধ মেনে এই দুটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সিদ্ধান্ত নিতে পারে।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) বলেছে, এর আগে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। পরীক্ষার সময় যেন রোগ ছড়িয়ে না পড়ে, সে জন্য এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৮ বছরের ওপরের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা টিকা নেবেন এই সময়ের মধ্যে।
পাকিস্তানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে সকলেই সন্তুষ্ট। দেশটিতে করোনা নিয়ন্ত্রণ ও টিকা দান কর্মসূচি খুব ভালোভাবেই চলছে বলে সমালোচকরা মতামত প্রকাশ করেন।