চলছে রোজা। তবে গতবারের মতো এবার রয়েছে করোনার প্রকোপ। আর এ জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার এবং সাহরি, যা সহজে তৈরি করা যাবে; স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য । এমন একটা পটেটো চিজ বল এর রেসেপি কথা বলবো আজ ।
উপকরণ সমূহ:
আলু সেদ্ধ ২ কাপ, শুকনা মরিচগুঁড়া আধা চা–চামচ, লবণ স্বাদমতো,পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ গোলমরিচগুঁড়া আধা চা–চামচ। তবে কোটিংয়ের জন্য একটি ডিম ও ব্রেডক্র্যাম পরিমাণমতো আর স্টাফিংয়ের জন্য কিউব করা মোৎজারেলা চিজ পরিমাণমতো এ ছাড়া ডুবো তেলে ভাজার জন্য তেল পরিমাণমতো ।
একসঙ্গে মাখিয়ে নিন সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ । চিজ কিউব স্টাফিং করে গোল গোল করে বল বানিয়ে নিন এবার এক টেবিল চামচ পরিমাণ মাখানো আলু নিয়ে মাঝখানে। তবে একটি বাটিতে ডিম ভেঙে ফাটিয়ে নিন। আর বলগুলো ডিমে ডুবিয়ে ব্রেড ক্র্যামে গড়িয়ে নিন।
তারপরে এবার ডুবো তেলে ভেজে নিন। আর ইফতারে সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।