বর্তমানে অধিকাংশ মা কে অথবা মেয়েকেই যদি জিজ্ঞেস করেন “আপনি কি চান?” উত্তরে পাবেন তার একটা মেয়ে চাই।
শুরুটা শিশুর বেশেই হলেও অবয়বটা কারও চোখের সামনে আসার আগেই এইযে একটা চাহিদা শুরু হয়ে যায়। ব্যাপারটা এতটাও সহজ না।
আগেকার দিনের দাদি নানিদের কথা একটু ভুলে গিয়ে আসুন সাময়িক কিছু কথা ভেবে দেখি।
মেয়ে হয়ে বেড়ে ওঠাটাই মেয়েদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। কতশত পরিস্তিতি সামলাতে হয় তাকে।যা আপনার শুধু জানার বাইরে না কল্পনারও বাইরে।
প্রত্যেকটা মেয়েকেই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলতে হয় হয়তো কিন্তু চোখ খুলেই তাকে সামনে পা টাও বাড়িয়ে দিতে হয়।
কেননা কতগুলো কয়েকটা অর্থহীন শব্দ, কয়েকটা ভয়াল থাবা, কয়েকটা অর্থহীন চাহুনি, কয়েকটা অর্থহীন চাহিদা,কয়েকটা অর্থহীন ব্যবহার তাকে থামিয়ে দিতে পারেনা।
তাই মা হিসেবে প্রত্যেকটা মেয়েই চায় তার মেয়েটাকে সে নিজ হাতে আরেকটু শক্ত আর সাহসী করে বড় করবে। কে জানে রঙিন পৃথিবীর মুখ দেখার সাথে সাথে তাকে হায়েনার সম্মুখীন হতে হবেনা!
মা চায় তার জীবনের পাওয়া না পাওয়া কিংবা আটকে যাওয়া আর হোচট খাওয়ার রাস্তাগুলোয় সে যেন ভেঙে না যায়।
যেই প্রতিবাদগুলো তার মুখের আওয়াজে সীমাবদ্ধ ছিলো সেগুলো যেন এক একটা চিৎকারের জন্ম দেয়।
জীবনের সবগুলো গলিতে যেন তার থাকে দ্বিধাহীন পদচারণা।
Reporter: নও মি ন