দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫১ দিন বিরতির পর আবারও বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
গতকাল ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, আজ সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২টি সংস্থার প্রতিনিধিদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গেও সংলাপে বসবে ইসি।