আমরা সবাই হয়তো আমাদের রক্তের গ্রুপ জানি।কারণ বিভিন্ন পরিস্থিতিতে আমাদের রক্তের গ্রুপ জানা থাকার প্রয়োজন পড়ে।কাউকে রক্ত দেয়া,কারো থেকে রক্ত নেয়া বা বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপ জানতে হয়।কিন্তু নিজেদের রক্তের গ্রুপ জানলেও রক্তের গ্রুপ নিয়ে অনেক কথাই আমরা জানিনা।তাই আজ রক্তের গ্রুপ নিয়ে জানব।
আমাদের লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে বিভিন্ন এন্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের যে শ্রেণীবিভাগ করা হয় সেটাই ব্লাড গ্রুপিং নামে পরিচিত।সাধারণত তিন ধরনের রক্তের গ্রুপ হয়।যেমন-
*ABO blood group
*Rh blood group
*M & N blood group
বিশেষ কিছু এন্টিজেনের উপস্থিতি/অনুপস্থিতির ভিত্তিতে ABO blood group হয়।
Rh নামক এন্টিজেনের উপস্থিতি,অনুপস্থিতির ভিত্তিতে Rh blood group হয়।
পিতৃত্ব নির্ধারণের জন্য M & N blood group হয়।
এছাড়াও আরো বিভিন্নরকম রক্তের গ্রুপ আছে।যেমন-
-Lutheran blood group system
-Lewis blood group system
-Kell blood group system
-Kidd blood group system
-Duffy blood group system
-Diego blood group system
-Dombrock blood group system
-Colton blood group system
এখন প্রশ্ন আসে রক্তের গ্রুপ জানা প্রয়োজন কেন?
*যাতে ভুল গ্রুপের রক্ত না নেয়া হয়,
*পিতৃত্ব নির্ধারণের জন্য,
*নির্দিষ্ট রক্তের রোগ সনাক্ত করার জন্য,
*অপরাধী সনাক্তকরণের জন্য,
*বিভিন্ন পরীক্ষার জন্য।
তাই আমাদের সকলের নিজ নিজ রক্তের গ্রুপ জানতে হবে।
©দীপা সিকদার জ্যোতি