মস্তিষ্কের কোষের নাম নিউরন।এটি মস্তিষ্কের কার্যকরী একক।এই নিউরনের দুই ধরনের প্রবর্ধন থাকে-
*এক্সন
*ডেনড্রাইট
এক্সন ও ডেনড্রাইট-দুটোই নিউরনের প্রবর্ধন হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।সেই পার্থক্যগুলো সম্পর্কে আজকে আমরা জানব।
*এক্সন সাধারণত একটাই থাকে।
কিন্তু ডেনড্রাইট অনেকগুলো থাকে।
*এক্সন চিকন ও সরু।
ডেনড্রাইট মোটা ও খাটো।
*এক্সনের কোনো শাখা থাকেনা।
ডেনড্রাইটে শাখা থাকে।
*এক্সনে নিসল দানা থাকেনা।
ডেনড্রাইটে নিসল দানা থাকে।
*কোষদেহ থেকে দূরে সংকেত নিয়ে যায়।
*কোষদেহের দিকে সংকেত নিয়ে আসে।
এক্সন ও ডেনড্রাইট দুটোই বিভিন্ন সংকেত আদান প্রদানের সাথে যুক্ত থাকে।এদের কাজের ফলে মস্তিষ্কের কাজ সম্পন্ন হয়।
©দীপা সিকদার জ্যোতি