কিছুদিন আগেই বাংলাদেশ চীন থেকে পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন পেল। এবার আগামী জুন মাসে প্রায় ১.৬ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেইলি স্টারকে জানিয়েছেন এ তথ্য।
তিনি আরো বলেন, কোভ্যাক্স কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রনালয়ে এই টিকা আনার সিদ্ধান্তের বিষয় জানিয়ে চিঠি দিয়েছে। আগামী জুন মাসের ২ তারিখ ভ্যাকসিন এসে পৌছাবে দেশে।
বাংলাদেশ ২১ শে জানুয়ারি ভারত থেকে প্রথম কোভিড -১৯ ভ্যাকসিন পেয়েছিলো, যদিও এর আগে এর “প্রতিবেশী প্রথম” নীতির অংশ হিসাবে 20 মিলিয়ন ডোজ উপহার হিসাবে পাঠিয়েছিল ভারত।
পরে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় বাংলাদেশ উপহার হিসেবে আরও ১.২ মিলিয়ন ডোজ পেয়েছিল।
এছাড়াও বাংলাদেশ গত বছরের ৫ নভেম্বর স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক এর অধীনে ভারত-তৈরি ভ্যাকসিনের ৩০ মিলিয়ন ডোজ কিনে এবং তারপরে ১৩ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে ভারতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সেরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ।
চুক্তি অনুসারে, প্রতি মাসে পাঁচ মিলিয়ন ডোজ পাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ভ্যাকসিন চালান প্রেরণের পরে, ২২ ফেব্রুয়ারি দ্বিতীয়বার ভ্যাকসিন চালানে 20 লাখ ডোজ পেয়েছিল। সেই থেকে ভারত থেকে আর কোনও ভ্যাকসিন আমদানি করা যায়নি ।