করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আবার সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে।২০১৯ সাল থেকে ২১ সাল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।শিক্ষার্থীরা এই লকডাউন এর পুরোটা সময় ঘরে বসে কাটিয়েছে।আগামী মাসের ১৫ তারিখে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আবার নতুন নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরকার।মঙ্গলবার (২৯ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করার কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা এই সময় নিজেদের ঘরে অবস্থান করবে,অনলাইনে শিক্ষা চালিয়ে যাবে তারা।প্রয়োজনে প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের পড়ালেখা সম্পর্কে খোঁজখবর নিবেন।প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক প্রদানকৃত নির্দেশ সমূহ সকল শিক্ষার্থীদের মেনে চলতে হবে জানানো হয় বিবৃতিতে জানানো হয়।দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।